আবুল হাসান

আবুল হাসান ( জন্ম: ১৯৪৭, ৪ আগস্ট-মৃত্যুঃ ১৯৭৫, ২৬ নভেম্বর ) বাংলাদেশের একজন আধুনিক কবি ও সাংবাদিক। তাঁর প্রকৃত নাম আবুল হোসেন মিয়া, আর সাহিত্যক নাম আবুল হাসান। তিনি ষাট দশকের জনপ্রিয় কবিদের একজন এবং সত্তুর দশকেও জনপ্রিয় ছিলেন।

জন্মঃ
আবুল হাসান গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তাঁর পিতা আলতাফ হোসেন মিয়া ছিলেন একজন পুলিশ অফিসার।

শিক্ষা ও কর্মজীবনঃ
আবুল হাসান ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এস.এস.সি পাশ করেন। তারপর বরিশালের বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ শ্রেণীতে ভর্তি হন, কিন্তু পরীক্ষা শেষ না করেই ১৯৬৯ সালে দৈনিক ইত্তেফাকের বার্তাবিভাগে যোগদান করেন। পরে তিনি গণবাংলা (১৯৭২-১৯৭৩) এবং দৈনিক জনপদ-এ (১৯৭৩-৭৪) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আবুল হাসান অল্প বয়সেই একজন সৃজনশীল কবি হিসাবে খ্যাতিলাভ করেন। মাত্র এক দশকের কাব্যসাধনায় তিনি আধুনিক বাংলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেন। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। ১৯৭০ সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় তিনি প্রথম হন।

প্রকাশিত কাব্যগ্রন্থঃ
রাজা যায় রাজা আসে (১৯৭২)
যে তুমি হরণ করো (১৯৭৪)
পৃথক পালঙ্ক (১৯৭৫)


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে আবুল হাসান এর ১০টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
হরিণ সংকলিত (আবুল হাসান) ৭৫১৪ বার ০ টি
রক্তের মুখ মেঘের আকাশ আলোর সূর্য ৬৯৬৫ বার ১ টি
অপর পিঠ মেঘের আকাশ আলোর সূর্য ৫৫৩৩ বার ০ টি
কোমল গান্ধার মেঘের আকাশ আলোর সূর্য ৬৮৬৬ বার ১ টি
এখন আমার সংকলিত (আবুল হাসান) ১৫০৮৮ বার ১ টি
নিঃসঙ্গতা সংকলিত (আবুল হাসান) ২৬৭৬০ বার ৩ টি
গোলাপের নীচে নিহত হে কবি কিশোর সংকলিত (আবুল হাসান) ১১১২৯ বার ০ টি
ভালোবাসার কবিতা লিখবো না সংকলিত (আবুল হাসান) ৩৯২৫৬ বার ১৩ টি
তোমার চিবুক ছোঁবো, কালিমা ছোঁবো না সংকলিত (আবুল হাসান) ৯১৩১ বার ০ টি
একসময় ইচ্ছে জাগে, এভাবেই সংকলিত (আবুল হাসান) ৪৭৯২ বার ১ টি